Bookmarks

গ্রামীনফোনে Pay As You Go বন্ধ করার নিয়ম

LiteMax
LiteMax
December 28, 2024
0

 কীভাবে গ্রামীনফোনে পে এস ইউ গো সার্ভিসটি বন্ধ করবেন দেখে নিন আজকের পোস্টে। আজকের পোস্টে আমি আপনাদের দেখাবো গ্রামীনফোন সিমে এমবি না থাকলে ডাটা চালু করলে টাকা কেটে নেয় এটা বন্ধ করবেন।

আপনারা যারা গ্রামীনফোন সিম ব্যবহার করেন তারা নিশ্চয় একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে গ্রামীনফোন সিমে যদি এমবি না থাকে তাহলে যদি ইন্টারনেট চালু করি তাহলে আমাদের  থেকে প্রতিবার ৬ টাকা করে কেটে নেয়। আপনারা অনেকেই জানেন না কোন কারনে সিম থেকে এই টাকাগুলো কেটে নেয়।

গ্রামীনফোনে Pay As You Go বন্ধ করার নিয়ম


আজকের পোস্টে আপনাদের জানাবো কেন টাকা কেটে নেয় আর এই সার্ভিসটি কীভাবে বন্ধ করবেন। তো আজকের পোস্টটি খুবই উপকারী হতে চলেছে তাই মনোযোগ দিয়ে মম্পূর্ন পোস্টটি পড়ুন।

এমবি না থাকলে ডাটা অন করলে টাকা কেটে নেয় কেন?

এমবি না থাকলে ডাটা অন করলে টাকা কেটে নেয় কারন গ্রামীনফোন সব সিমে একটা সিস্টেম চালু করে রেখেছে যাতে এমবি শেষ হয়ে গেলেও আপনি আপনার সিমের টাকা দিয়ে সর্বোচ্চ ৫ এমবি পর্যন্ত ব্যবহার করতে পারেন। 

এই ৫ এমবি ব্যবহার করার জন্য তারা আমাদের সিম থেকে টাকা কেটে নেয়। যেহেতু আমরা সিমের এমবি দিয়ে ইন্টারনেট ব্যবহার করি তাই যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের সময় আমাদের এমবি শেষ হয়ে যায় তবে যাতে আমাদের কাজ সম্পূর করতে পারি সে জন্য গ্রামীনফোন এই সিস্টেম চালু রেখেছে।

তবে আপনি চাইলে আজকের পোস্ট পড়ে খুব সহজেই আপনি এই সিস্টেম বন্ধ করতে পারবেন। এবং এই সার্ভিসটির উপকার অপকার ও বন্ধ করার নিয়ম জানতে সম্পূর্ণ পোস্টটা শেষ পর্যন্ত পড়ুন।

পে এস ইউ গো সার্ভিসের উপকারঃ

Pay As You Go সার্ভিসের উপকার বলতে আপনি যদি কোনো সময় গুরুত্বপূর্ণ কাজ করেন ইন্টারনেট দিয়ে তবে যাতে এমবি শেষ হয়ে গেলেও আপনার কাজ বন্ধ না থাকে সে জন্য এই সার্ভিসটি চালু থাকে। এই সার্ভিসটির ফলে যদি কোনো সময় এমবি শেষ হয়ে যায় তখন আপনি খুব সহজেই এই ৫ এমবি দিয়ে কোনো মতে কাজটির স্থগিত রাখতে পারবেন।

যেমন ধরুন আপনি কোনো একটা গুরুত্বপূর্ণ টেক্সট বা ছবি সেন্ড করছেন কিন্তু এমবি শেষ তখন কিন্তু এই ৫ এমবি দিয়ে জরুরি মুহুর্তে ছবিটি সেন্ড করতে পারবেন।

অথবা আপনি গেইম খেলছেন কিন্তু খেলার মধ্যে আপনার সিমের ইন্টারনেট শেষ তখন কিন্তু আপনি এই ৫ এমবি দিয়ে খেলাটা শেষ করতে পারবেন।

তবে আপনি যদি বড়ধরনের কোনো কাজ করেন যেমন ইউটিউবে ভিডিও দেখেন তবে এই ৫ এমবিতে কোনোকিছুই হবে না। 

সার্ভিসটি বন্ধ করার সুবিধাঃ 

পে এস ইউ গো সার্ভিসটি বন্ধ করার অনেক সুবিধা রয়েছে যা আপনার জানা প্রয়োজন। এই সার্ভিসটি বন্ধ করার মাধমে আপনি সারাক্ষণ মোবাইলে ইন্টারনেট চালু রাখতে পারবেন এমবি শেষ হলেও সিমের টাকা কাটবে না।

আমার সিমে এমবি শেষ  হলে প্রতিবার সিমের ডাটা চালু করলে ৬ টাকা করে কেটে নেয় কিন্তু সার্ভিসটি বন্ধ করলে আর টাকা কেটে নিবে না। আপনারা যারা ফ্রি ফেসবুক বা মেসেঞ্জার ব্যবহার করেন তারা সিমে টাকা রেখেও ফ্রিতে ব্যবহার করতে পারবেন।

কীভাবে গ্রামীনফোনে Pay As You Go বন্ধ করবেন

আপনারা খুব সহজেই আপনাদের হাতে থাকা মোবাইল দিয়েই পে এস ইউ গো সার্ভিসটি বন্ধ করতে পারবেন। সার্ভিসটি বন্ধ করার জন্য আপনাকে প্রথমে Play Store থেকে My GP অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।

ইনস্টল করা হয়ে গেলে অপেন করবেন অপেন করে আপনার যে সিমে সার্ভিসটি বন্ধ করতে চান সেই সিমে লগইন করবেন। 

তারপর নিচে দেখতে পাবেন Service নামে একটা অপশন রয়েছে এখানে যাবেন।

গ্রামীনফোনে Pay As You Go বন্ধ করার নিয়ম

তারপর দেখতে পাবেন Pay As You Go নামে আরো একটা অপশন দেখাচ্ছে  এখানে যাবেন।

গ্রামীনফোনে Pay As You Go বন্ধ করার নিয়ম

তারপর দেখতে পাবেন আপনাকে একটা ফ্রি প্যাক কিনতে বলছে। এটাই হচ্ছে পে এস ইউ গো বন্ধ করার প্যাক। এটা কিনতে কোনো টাকা লাগবে না।

দেখেন লেখা আছে Turn of internet pay as you go এবং এটা বন্ধ থাকবে আনলিমিটেড সময়।

Get free packs এ চাপ দিয়ে কনফার্ম করুন।

গ্রামীনফোনে Pay As You Go বন্ধ করার নিয়ম

তারপর আপনাকে দেখাবে আপনার সিম থেকে পে এস ইউ গো সার্ভিসটি বন্ধ হয়েছে। এই সার্ভিসটি কতদিন পর্যন্ত বন্ধ থাকবে বলা যায় না।

বিঃদ্রঃ সার্ভিসটি বন্ধ করার আগে পোস্টটি সম্পূর্ণ ভালোভাবে পড়ে উপকার অপকার জেনে নিবেন।

আশা করি আপনি পোস্টটা বোঝতে পারছন যদি আপনার কাছে পোস্টটা উপকারী মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

You may like these posts

No Comment

Post a Comment