Bookmarks

ইনস্টাগ্রাম আইডি ডিলিট করার নিয়ম

LiteMax
LiteMax
December 28, 2024
0

আজকের পোস্টে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে সহজেই মোবাইল দিয়ে আপনার ইনস্টাগ্রাম আইডি ডিলিট করবেন। আজকের পোস্টটি আপনার জন্য খুব উপকারী হতে চলেছে।

আপনার হয়তো ইনস্টাগ্রাম আইডি আছে কিন্তু আপনি আর আপনার পুরাতন আইডি রাখতে চাচ্ছেন না তাই ডিলিট করতে চাচ্ছেন। যদি আপনি আপনার ইনস্টাগ্রাম আইডি ডিলিট করতে চান তবে আপনি সঠিক টিউটোরিয়ালটিই পড়ছেন।

ইনস্টাগ্রাম আইডি ডিলিট করার নিয়ম


আপনার কাঙ্ক্ষিত ইনস্টাগ্রাম আইডি ডিলিট করার জন্য আপনাকে প্রথমে আপনার আইডি পাসওয়ার্ড মনে রাখতে হবে কারন ডিলিট করার এক জায়গায় আপনাকে পাসওয়ার্ড দিয়ে ডিলিট কনফার্ম করতে হবে। আপনি যদি পাসওয়ার্ড জেনে না থাকেন তবে আগে আইডি ডিলিট করার জন্য যা যা প্রয়োজন তা তা জোগাড় করে রাখুন।

ইনস্টাগ্রাম আইডি ডিলিট করতে কি কি লাগে?

ইনস্টাগ্রাম আইডি ডিলিট করতে আপনার বেশি কিছুর প্রয়োজন হবে না। আপনার শুধু আপনার আইডির লগইন ডিটেইলস মনে থাকলেই হবে। কারন আপনাকে আপনার আইডিতে লগইন করে তারপর আইডি ডিলিট করতে হবে।

যেহেতু আপনি মোবাইল দিয়ে আপনার ইনস্টাগ্রাম আইডি ডিলিট করবেন তাই আপনার ফোনে অবশ্যই ইনস্টাগ্রাম মোবাইল অ্যাপটা ইনস্টল করা থাকতে হবে কারন আজকে আমি আপনাদের মোবাইল দিয়ে অ্যাপের মাধ্যমে আইডি ডিলিট করা দেখাবো। 

আপনি চাইলে অ্যাপের পরিবর্তে সরাসরি ইনস্টাগ্রাম এর অফিশিয়াল ওয়েবসাইট  থেকেও ডিলিট করতে পারবেন তবে অ্যাপ থেকে ডিলিট করাটাই সবচেয়ে সহজ। 

কীভাবে ইনস্টাগ্রাম আইডি ডিলিট করবেন

ইনস্টাগ্রাম আইডি ডিলিট করার জন্য প্রথমে আপনি আপনার ফোনে ইনস্টাগ্রাম অ্যাপে লগইন করে নিবেন। লগইন শেষে আপনি আপনার আইডির প্রোফাইলে যাবেন।

তারপর প্রোফাইলের উপরে ডানপাশে দেখুন তিন লাইন আছে সেখানে ক্লিক করুন

ইনস্টাগ্রাম আইডি ডিলিট করার নিয়ম


তারপর দেখুন Settings নামে একটা অপশন আছে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনি আপনার ইনস্টাগ্রাম আইডির সেটিংসে যাবেন।

ইনস্টাগ্রাম আইডি ডিলিট করার নিয়ম

তারপর Accounts Center এ যাবেন। Accounts center এ আপনার একাউন্টের যাবতীয় বিয়ষ দেখতে পারবেন।

ইনস্টাগ্রাম আইডি ডিলিট করার নিয়ম

তারপর আপনাকে Personal details অপশনে যেতে হবে এখানে আপনি আপনার আইডি ডিলিট করার অপশন পাবেন।

ইনস্টাগ্রাম আইডি ডিলিট করার নিয়ম

তারপর একটা অপশন দেখতে পাবেন Account ownership and controls এখানে যাবেন।

ইনস্টাগ্রাম আইডি ডিলিট করার নিয়ম

তারপর আপনি দেখতে পাবেন Deactivation or deletion এখানে যাবেন। এখান থেকে আইডি ডিলিট বা ডিএক্টিব করতে পারবেন।

ইনস্টাগ্রাম আইডি ডিলিট করার নিয়ম

তারপর আপনাকে কিছু প্রোফাইল দেখাবে। আপনি যেহেতু ইনস্টাগ্রাম আইডি ডিলিট করবেন তাই ইনস্টাগ্রাম প্রোফাইল সিলেক্ট করবেন।

ইনস্টাগ্রাম আইডি ডিলিট করার নিয়ম

তারপর আপনার প্রোফাইল ডিলিট করবেন না ডিঅ্যাক্টিব করবেন সেটা সিলেক্ট করার জন্য বলবে। আপনি যেহেতু ডিলিট করবেন তাই Delete account সিলেক্ট করবেন এবং Continue বাটনে ক্লিক করবেন।

ইনস্টাগ্রাম আইডি ডিলিট করার নিয়ম

তারপর আপনি কোন কারনে আইডি ডিলিট করতে চান সেটা জানতে চাইবে। এখানে আপনি যেকোনো একটা সিলেক্ট করতে চান যে কারনে আপনি ডিলিট করতে চান। সিলেক্ট শেষে Continue বাটনে ক্লিক করবেন।

ইনস্টাগ্রাম আইডি ডিলিট করার নিয়ম

তারপর আপনার আইডির পাসওয়ার্ড চাইবে সেখানে আপনার আইডির পাসওয়ার্ড লিখবেন এবং Continue বাটনে ক্লিক করবেন।

ইনস্টাগ্রাম আইডি ডিলিট করার নিয়ম

তারপর আপনাকে Confirm permanent account deletion দেখাবে। এখাবে তারা আপনাকে জানাবে যে ডিলিট করলে আপনি চাইলে ৩০ দিনের ভিতরে আইডিতে লগইন করে আইডি ডিলিট করা বাতিল করতে হবে। ৩০ দিন পর অটোমেটিক আইডি ডিলিট হয়ে যাবে। ডিলিটের আগে পর্যন্ত আপনার আইডি অন্যদের কাছে দেখাবে না। কেউ আপনার আইডি দেখতে পাবে না। আপনি ডিলিট করতে রাজি থাকলে Delete Account বাটনে চাপ দিয়ে ডিলিট করেন দিবেন।

ইনস্টাগ্রাম আইডি ডিলিট করার নিয়ম



উপরের টিউটোরিয়াল অনুসরন করলে আপনি সহজেই মোবাইল দিয়ে আপনার ইনস্টাগ্রাম আইডি ডিলিট করতে পারবেন। তবে মনে রাখবেন আইডি ডিলিট করার সাথে সাথে আইডি ডিলিট হবে না। আইডি ডিলিট হতে অত্যন্ত ৩০ দিন সময় লাগবে আপনি চাইলে ৩০ দিনের ভিতরে আইডিতে লগইন করে আইডি ডিলিট বন্ধ করতে পারেন।

৩০দিন পর আর আপনি আইডি লগইন করতে পারবেন না কারন তখন আইডি চিরতরে ডিলিট হয়ে যাবে। তাই আইডি ডিলিট করার আগে সতর্কতা অবলম্বন করুন।


সর্বশেষ বলতে চাইঃ

এই ছিল ইনস্টাগ্রাম আইডি ডিলিট করার নিয়ম আশা করি এই পোস্ট পড়ে আপনার পুরাতন আইডি ডিলিট করতে সক্ষম হবে।

যদি পোস্টটা আপনার কাছে উপকারি হয়ে থাতে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা যদি অন্যকোনো টিউটোরিয়াল জানতে চান তবে কমেন্ট করে জানাতে পারেন।

You may like these posts

No Comment

Post a Comment