Bookmarks

বাংলালিংক রাইয RYZE কি? রাইয এর সুবিধা ও অসুবিধা

LiteMax
LiteMax
December 28, 2024
0

আমার আজকের পোস্টে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে বাংলালিংক এর রাইয (RYZE) সম্পর্কে বিস্তারিত বলবো। বাংলালিংক রাইয কি, এর সুবিধা অসুবিধা ও এটি কাদের জন্য তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।

আপনারা অনেকেই জানেন বাংলালিংক একটি নতুন সার্ভিস নিয়ে এসেছে সেটি হবে বাংলালিংক রাইয ডিজিটাল লাইফস্টাইল। যা দিয়ে আমরা বিভিন্ন প্যাকেজ ব্যবহার করতে পারব।

তবে এই প্যাকেজের সুবিধাগুলোর সাথে অনেক অসুবিধাও রয়েছে সেগুলোও আপনার জানা প্রয়োজন। আজকের পোস্টটি আপনাদেরকে সেটি জানানোর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বাংলালিংক রাইয RYZE কি? রাইয এর সুবিধা ও অসুবিধা


Banglalink RYZE কি?

বাংলালিংক রাইয হচ্ছে একটি ডিজিটাল লাইফস্টাইল প্যাকেজ যা এক প্যাকেজে সবকিছু পাওয়া যায়। এটি বাংলালিংক এর একটি নতুন সার্ভিস যা দিয়ে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করা যায়।

কম টাকায় এমবি বা মিনিট প্যাকেজ কিনা যায় যা সারামাস পর্যন্ত ব্যবহার করা যায়। আপনি বাংলালিংক রাইয থেকে খুব সহজেই কম টাকায় ইন্টারনেট বা মিনিট প্যাকেজ কিনতে পারবেন।

দেশে এই প্রথম বাংলালিংক যে ডিজিটাল লাইফস্টাইলেই প্যাকেজ কিনার অ্যাপ নিয়ে আসলো সেটাই হলো রাইয। এটি এটি এন্ড্রয়েড অ্যাপ যা দিয়ে খুব সহজেই হাতে থাকা স্মার্টফোন দিয়ে সকল প্যাকেজ দেখা ও কিনা যায়।

Banglalink RYZE এর সুবিধাঃ

বাংলালিংক রাইয সম্পর্কে তো অনেক জানলেন এবার চলেন এর সুবিধাগুলো জেনে নিই। বাংলালিংক রাইয যেহেতু বাংলাদেশের প্রথম ডিজিটাল লাইফস্টাইলেই প্যাকেজ সেহেতু এখানে অনেক সুবিধা থাকবে।

বাংলালিংক রাইয দিয়ে সবচেয়ে কম টাকায় আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সাথে বাংলাদেশী বিভিন্ন অনলাইন ভিডিও প্লাটফর্ম এর সাবস্ক্রিপশন একদম ফ্রি।

মানে আপনি যদি এটি প্যাকেজ কিনেন তবে সেটার সাথর আপনি একাধারে ৩টি ভিডিও প্লাটফর্ম এর সাবস্ক্রিপশন একদম ফ্রিতে পেয়ে যাবেন যতদিন পর্যন্ত প্যাকেজের মেয়াদ আছে ততদিন পর্যন্ত ভিডিও দেখতে পারবেন।

বাংলালিংক রাইয সবচেয়ে সুবিধাজনক হবে গ্রামের মানুষের জন্য কারন গ্রামে সব এলাকাতে ওয়াই-ফাই নেটওয়ার্ক নাই। যাদের এলাকাই ওয়াইফাই নাই তারা খুব সহজেই বাংলালিংক রাইয দিয়ে ওয়াইফাই এর মতো নেটওয়ার্ক তৈরি করতে পারবেন।

কারন বাংলালিংক রাইয যেহেতু সবচেয়ে কম টাকায় ৩০ দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট দিচ্ছে সেহেতু আপনি ওয়াইফাই এর মতো ব্যবহার করতে পারবেন।

বাংলালিংক রাইযে বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে সাথে নির্দিষ্ট মেয়াদের নির্দিষ্ট পরিমাণের মিনিট প্যাকেজ ও বোনাস পেতে পারেন।

বাংলালিংক রাইয এর অসুবিধাঃ

আপনারা তো বাংলালিংক রাইয এর সুবিধাগুলো দেখলেন এখন এর অসুবিধা গুলো দেখে নেন। সুবিধার পাশাপাশি অনেক অসুবিধাও রয়েছে।

বাংলালিংক রাইয আনলিমিটেড ইন্টারনেট দেয় ঠিকই কিন্তু এই ইন্টারনেট এর মধ্যেও কিছু সীমাবদ্ধতা রয়েছে।

আপনি চাইলেই রাইয প্যাকেজ কিনে ৩০ দিন পর্যন্ত যতখুশি তত বড় সাইজের ফাইল বা মুভি ডাউনলোড করতে পারবেন না। কারন এই প্যাকেজে সাইজ লিমিট দেওয়া আছে তবে আপনি যদি বেশি টাকার প্যাকেজ কিনেন তবে সেটাতে এই সীমাবদ্ধতা থাকবে না।

আপনি চাইলে এই প্যাকেজের ইন্টারনেট হটস্পট বা অন্যকোনো উপায়ে বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন না। এই প্যাকেজে ইন্টারনেট শুধু মাত্র একটি ডিভাইসে চলবে।

কেউ আপনার থেকে হটস্পট নিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। আপনি যদি কম টাকার প্যাক কিনেন যেমন ৪০০ টাকায় ৩০ দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট কিনেন তবে আপনি ৪০ জিবি পর্যন্ত দুর্দান্ত গতিতে ইন্টারনেট ব্যবহার বা ডাউনলোড করতে পারবেন। 

যদি ৪০ জিবি ব্যবহার করে ফেলেন তবে আর আপনি হেভি স্পিডে ডাউনলোড করতে পারবেন না। তখন আপনার ইন্টারনেট স্পিড ৫১২ কেবিপিএস (512 kbps) হয়ে যাবে যা অত্যন্ত স্লো স্পিড।

আপনি যদি বাংলালিংক থেকে রাইযে সুইচ করেন তবে আপনার সিমের অবশিষ্ট ইন্টারনেট বা মিনিট বা টাকা রাইযে সুইচ হবে।  কিন্তু যদি আপনি আবার রাইয থেকে বাংলালিংক এ ফিরে আসেন তবে রাইযে কিনা সকল প্যাক বন্ধ হয়ে যাবে বাংলালিংক রেগুলার এ প্যাকগুলো আসবে না।

রাইযে সুইচ করলে সিমের কলরেট মিনিটে ২ টাকা হয়ে যাবে মানে মিনিট ছাড়া একমিনিট কথা বললে আপনার থেকে ২ টাকা কেটে নিবে।  ২ মিনিট কথা বললে আপনার থেকে ৪ টাকা কেটে নিবে।

রাইযে সুইচ করার পরে আপনি MY BL অ্যাপ ব্যবহার করতে পারবেন না।  মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করার জন্য আপনাকে আবার রাইয থেকে বাংলালিংক এ সুইচ করতে হবে।

বাংলালিংক রাইয কাদের জন্য?

বাংলালিংক রাইয হচ্ছে যারা সবসময় ইন্টারনেট ব্যবহার বা গেইম খেলে তাদের জন্য। আপনি যদি একজন নরমাল ইন্টারনেট ব্যবহারকারী হয়ে থাকেন তবে রাইয আপনার জন্য না।

কারন বাংলালিংক রাইযে আপনি শুধু ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং সকল ইন্টারনেট প্যাক ২০০ টাকা বা তার উপরে।

ইন্টারনেট ছাড়া আলাদাভাবে মিনিট প্যাক কিনার অপশন এখনো নাই তাই আপনি যদি হেভি ইন্টারনেট ইউজার না হোন তবে রাইয আপনার জন্য না।

রাইয প্যাক মুলত গেইমার বা হেভি ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য কারন তারা সবসময় ইতিহাস এর সাথে কানেক্টেড থাকে বলে তাদের আনলিমিটেড প্যাক প্রয়োজন।

পরিশেষে বলতে চাইঃ 

উপরে আমি বাংলালিংক রাইয নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি খুজেন কোনটি আপনার জন্য ভালো হবে তবে আপনি উপরের আলোচনা থেকেই জানতে পারবেন।

আপনি যদি ট্রু ইন্টারনেট ব্যবহারকারি হোন তবে আপনার জন্য রাইয ভালো হবে তা না হলো আপনার জন্য নরমাল বাংলালিংক প্যাকগুলোই ভালো হবে।

আশা করি উপরের আলোচনা থেকে বাংলালিংক রাইয প্যাক সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন।যদি বাইয নিয়ে আরো জানতে চান তবে কমেন্ট করে জানাতে পারেন।


You may like these posts

No Comment

Post a Comment