Bookmarks

রাইয থেকে বাংলালিংকে ফেরত আসার নিয়ম

Md Rakib
Md Rakib
January 18, 2025
0

বাংলালিংক ডিজিটাল লাইফস্টাইল প্যাকেজ রাইয আমরা অনেকেই হয়তো ব্যবহার করেছি। অনেকের কাছে রাইয ভালো লাগলেও  অনেকের কাছে ভালো লাগেনি। 

আজকের পোস্টে আমি আপনাদের দেখাবো কীভাবে রাইয থেকে বাংলালিংকে ফেরত আসবে কোনো সমস্যা ছাড়াই। আপনি যদি রাইয থেকে বাংলালিংকে সুইচ করতে চান তবে আজকের পোস্টটি আপনার জন্য। 

বাংলালিংক রাইয কি তা তো আপনারা সকলেই জানেন তবে যারা জানেন না তারা জেনে নিন। রাইয হচ্ছে বাংলালিংক এর নতুন এটি প্যাকেজ অ্যাপে যেখান  থেকে বাংলালিংক ব্যবহারকারীরা সবচেয়ে কম দামে ইন্টারনেট ও মিনিট প্যাকেজ কিনতে পারবে।

রাইয থেকে বাংলালিংকে ফেরত আসার নিয়ম


রাইয থেকে বাংলালিংক ব্যবহারকারীরা সবচেয়ে কমদামে সারা মাসের জন্য নির্দিষ্ট প্যাকের কম টাকায় কিনে ব্যবহার করতে পারবে। এক কথায় রাইয হচ্ছে গরিবের ওয়াই-ফাই যা সারামাস পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার সুযোগ দেয়।

কেন রাইয থেকে বাংলালিংকে ফেরত আসবেন?

রাইয বাংলালিংকের দারুন একটি প্যাকেজ তবে এই প্যাকেজটি সবার জন্য হয়তো ভালো নাও হতে পারে। কারন এই প্যাকেজে অনেক দামের অফার যেগুলো হয়তো অনেকের কিনার সামর্থ্য নাই।

বাংলালিংক রাইয অ্যাপে নির্দিষ্ট কিছু প্যাক রয়েছে এই প্যাকের বাইরে কোনো প্যাক নেই। আবার যে প্যাকেজগুলো রয়েছে সেগুলোর অনেক দাম হয়তো সাধারন মানুষের সেগুলো কিনার সামর্থ্য নাই।

আবার রাইযে যদি আপনি ফোনে কথা বলেন তাহলে আপনার থেকে মিনিটে ২ টাকা করে কেটে নিবে যা নরমাল বাংলালিংক  থেকে আকাশ সমান পার্থক্য। সবকিছু মিলিয়ে যদি আপনি রাইযে ফেরত আসেন তবে নিচের টিউটোরিয়াল দেখুন।

রাইয থেকে বাংলালিংক ফেরত আসার উপায়

রাইয অ্যাপ থেকে খুব সহজেই আপনি বাংলালিংকে ফেরত আসবে পারবেন। সেজন্য আপনাককে অবশ্যই RYZE Bangladesh অ্যাপটি ইনস্টল করতে হবে। অ্যাপটি আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবে ইন্সটল করে নিন।

অ্যাপটি অপেন করুন তারপর আপনার প্রোফাইলে যান এবং দেখুন Switch to Banglalink নামে একটা অপশন আছে এখানে ক্লিক করুন।

রাইয থেকে বাংলালিংকে ফেরত আসার নিয়ম


তারপর দেখতে পাবেন Switch your number to Banglalink এখানে আসলে নিচে দেখতে পাবেন I agree to above conditions এই বক্সে একটা ঠিক চিহ্ন দিবেন।

তারপর Confirm বাটনে ক্লিক করবেন তাহলে আপনার সিমটি বাংলালিংক এ সুইচ হবে।

রাইয থেকে বাংলালিংকে ফেরত আসার নিয়ম

তারপর কিছুক্ষণ সময় নিবে। তারপর আপনাকে দেখাবে আপনার সিমটি বাংলালিংকে ফেরত এসেছে। আপনি চাইলে পরে আবার যেকোনো সময় রাইযে ফেরত আসতে পারবেন এবং এখই নিয়ম অনুসরন করে আবার রাইয থেকে বাংলালিংকে ফেরত আসতে পারবেন।

রাইয থেকে বাংলালিংকে ফেরত আসার নিয়ম

রাইযে থেকে বাংলালিংকে ফেরত আসার আগে

আপনি রাইয থেকে বাংলালিংকে ফেরত আসার আগে অবশ্যই এগুলো দেখুন কারন এই নির্দেশনাগুলো খুবই জরুরি।

আপনি যদি রাইযে ইতিমধ্যেই কোনো প্যাকেজ কিনে  থাকেন তাহলে প্যাজের এর মেয়াদ শেষ হলে বাংলালিংকে ফেরত আসুন। কারন রাইযে থেকে বাংলালিংকে ফেরত আসার সময় যদি আপনার রাইযে কোনো প্যাকেজ থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে। প্যাকেজগুলো বাংলালিংকে ফেরত আসবে না।

শুধু সিমের টাকাগুলো বাংলালিংকে ফেরত আসবে বাকি মিনিট বা ইন্টারনেট গুলো উধাও হয়ে যাবে। তবে যদি আপনি আবারো রাইয়ে সুইচ করেন তবে আপনার উধাও হওয়া প্যাকগুলো ফেরত পাবেন তবে সেগুলো যতদিন মেয়ার আছে এই মেয়াদের ভেতরে সুইচ করতে হবে।

পরিশেষে বলতে চাইঃ 

আজকের পোস্টে আমি আপনাদের দেখিয়েছি কীভাবে রাইয থেকে বাংলালিংকে ফেরত আসতে হয়। আপনার যদি রাইয থেকে বাংলালিংকে সুইচ করার উপায়টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি কোনো সমস্যা পড়ে তবেও কমেন্ট করে জানান।

You may like these posts

No Comment

Post a Comment